Last Updated: Tuesday, January 24, 2012, 19:28
লিবিয়ার ক্ষমতাচ্যুত ও নিহত সামরিক একনায়ক কর্নেল মুয়াম্মর গদ্দাফির সমর্থকরা মঙ্গলবার রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বানি ওয়ালিদ শহরের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে। এনটিসি পরিচালিত দূর্বল প্রশাসনকে নিষ্ক্রীয় করে তারা শহরের নানা গুরুত্বপূর্ণ ভবনে গদ্দাফি সরকারের আমলের সবুজ পতাকা উড়িয়ে দেয়।