abduction of station - Latest News on abduction of station| Breaking News in Bengali on 24ghanta.com
অপহৃত স্টেশন মাস্টারকে মুক্তি দিল মাওবাদীরা

অপহৃত স্টেশন মাস্টারকে মুক্তি দিল মাওবাদীরা

Last Updated: Wednesday, June 20, 2012, 17:54

অপহরণের কয়েক ঘণ্টা পরেই মুক্তি পেলেন জসিডি-ঝাঝা সেকশনের ঘোড়পাড়ন স্টেশনের স্টেশন মাস্টার বিজয়কুমার। তাঁর সঙ্গেই অপহৃত দুই কুলিকেও মুক্তি দিয়েছে মাওবাদীরা। এদিন বিকেলে ঘোড়পাড়ন স্টেশনের অনতিদূরের জঙ্গল থেকে তাঁদের উদ্ধার করে সিআরপিএফ, আরপিএফ ও পুলিসের যৌথবাহিনী।