abhay ghosh - Latest News on abhay ghosh| Breaking News in Bengali on 24ghanta.com
আরামবাগ আদালতে পুলিস-তৃণমূল খণ্ডযুদ্ধ

আরামবাগ আদালতে পুলিস-তৃণমূল খণ্ডযুদ্ধ

Last Updated: Wednesday, January 25, 2012, 00:02

পুলিসের লাঠি চালানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আরামবাগ মহকুমা আদালত চত্ত্বরে। সিপিআইএম নেতা অভয় ঘোষকে আজ আদালতে তোলা হলে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকেরা।