abhinabh bindra - Latest News on abhinabh bindra| Breaking News in Bengali on 24ghanta.com
অলিম্পিক সংস্থাকে একহাত নিয়ে বিন্দ্রার বিদ্রোহ

অলিম্পিক সংস্থাকে একহাত নিয়ে বিন্দ্রার বিদ্রোহ

Last Updated: Wednesday, November 28, 2012, 19:25

ভারতীয় অলিম্পিক সংস্থাকে একহাত নিলেন শ্যুটার অভিনব বিন্দ্রা। আইওএর নির্বাচন নিয়ে যে ডামাডোল চলছে তাতে বেজায় চটেছেন বেজিং অলিম্পিকে সোনা জয়ী এই শ্যুটার। আইওএর কর্তারা অ্যাথলিটদের স্বার্থকে নয় নিজেদের স্বার্থকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন বলে জানিয়েছেন বিন্দ্রা। আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল যদি আইওএকে নির্বাসিত করে দেয় তাহলে কর্তাদের নয় বরং অ্যাথলিটদের ক্ষতি হবে বলে জানিয়েছেন তিনি।