Last Updated: Wednesday, November 14, 2012, 20:38
র়ঞ্জি ট্রফিতে পঞ্জাবের বিরুদ্ধে সরাসরি হারের জন্য বাংলার ক্রিকেটার থেকে কোচ সকলের উপরই চটেছেন জগমোহন ডালমিয়া। এজন্য সিএবি সভাপতি তাঁর অফিসে ডেকে পাঠিয়েছিলেন অধিনায়ক মনোজ তেওয়ারি, চার নির্বাচক এবং কোচ ডব্লু ভি রমনকে। সেখানে তাদের কাছে হারের ব্যাখ্যা চান ডালমিয়া। সিএবি সভাপতি কোচ রমনকে বলেন তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন ক্রিকেটার।