abu qaqa - Latest News on abu qaqa| Breaking News in Bengali on 24ghanta.com
নাইজেরিয়ায় শরিয়ত আইন এলে তবেই সমঝোতা: বোকো হারাম

নাইজেরিয়ায় শরিয়ত আইন এলে তবেই সমঝোতা: বোকো হারাম

Last Updated: Saturday, January 28, 2012, 17:14

নাইজেরিয়ায় হিংসা এখনই বন্ধ হচ্ছে না। শনিবার কার্যত এমনই ইঙ্গিত দিল মুসলিম জঙ্গি সংগঠন বোকো হারাম। এদিন একটি ব্রিটিশ দৈনিক `দ্য গার্ডিয়ান`-এ প্রকাশিত খবর অনুযায়ী, বোকো হারাম গোষ্ঠীর মুখপাত্র আবু কাকা জানিয়েছেন, দেশে যতদিন না শরিয়ত আইন বলবত্ হচ্ছে, ততদিন লড়াই চলবে।