Last Updated: Monday, January 7, 2013, 09:25
দিল্লি গণধর্ষণ এবং খুনের মামলাটির পরবর্তী সব শুনানিই পুরোটাই ক্যামেরার সামনে হবে। আজ সাকেতের জেলা আদালতে এই মামলার প্রথম দিনে এমনি নির্দেশ দিলেন ম্যাজিস্ট্রেট নম্রিতা আগরওয়াল। তার সঙ্গে সঙ্গেই মামলা চলাকালীন কোন সংবাদমাধ্যমের এজলাসের মধ্যে প্রবেশ নিষিদ্ধ করলেন তিনি।