activists get bail - Latest News on activists get bail| Breaking News in Bengali on 24ghanta.com
জোটেনি জামিনের খরচ, জেলেই রয়েছেন নোনাডাঙ্গার ধৃতরা

জোটেনি জামিনের খরচ, জেলেই রয়েছেন নোনাডাঙ্গার ধৃতরা

Last Updated: Thursday, May 3, 2012, 22:29

দ্বিতীয় দফায় নোনাডাঙা থেকে ১১ জনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিস। কিন্তু জোরাল কোনও প্রমাণ হাজির করতে পারেনি আদালতে। ফলে জামিন হয়েছে সবারই। কিন্তু আদালতের নির্দেশ প্রত্যেককেই দিতে হবে ৫,০০০ টাকা। ফলে জামিন পেয়েও নতুন করে বিপাকে তাঁরা।