Last Updated: Monday, March 4, 2013, 09:18
আদালতে পেশের জন্য মণিপুর থেকে দিল্লি নিয়ে আসা হল ইরম শর্মিলা চানুকে। আজই রাজধানীর এক আদালতে মামলাটি ওঠার কথা। ইরম শর্মিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৯ ধারায় আত্মহত্যার চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়। দিল্লির যন্তর-মন্তরে আফস্পা আইন প্রত্যাহারের দাবিতে অনশনে বসেছিলেন তিনি।