Last Updated: Friday, January 20, 2012, 15:28
সেনাপ্রধান জেনারেল বিজয়কুমার সিংয়ের বয়স বিতর্ক নিয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা এদিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনাদের একটি সংগঠন `গ্রেনেডিয়ার অ্যাসোসিয়েশন`-এর তরফে দায়ের করা ওই মামলায় শীর্ষ আদালতের কাছে জেনারেল ভি কে সিংয়ের বয়স সরকারি নথিতে ১৯৫০-এর ১০ মে`র পরিবর্তে ১৯৫১ সালের ১০ মে করার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রককে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছিল।