Last Updated: Thursday, November 8, 2012, 19:21
বুধবার ইয়েমেন ম্যাচের জন্য দল ঘোষণা করেছিলেন কোভারম্যান্স। আর ২৪ ঘন্টার মধ্যে বাতিলই হয়ে গেল ভারত-ইয়েমেন ম্যাচ। ইয়েমেন ফুটবল অ্যাসোশিয়েসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান সমস্যার জন্য আগামি ১৪ তারিখ গুয়াহাটিতে প্রদর্শনী ম্যাচ খেলতে আসা তাঁদের পক্ষে সম্ভব নয়। ইয়েমেন জুড়ে বিমান নিয়ে সমস্যা চলছে। ফলে টিকিট অমিল।