aircraft carrier - Latest News on aircraft carrier| Breaking News in Bengali on 24ghanta.com
জলে ভাসল নতুন রণতরী বিক্রান্ত

জলে ভাসল নতুন রণতরী বিক্রান্ত

Last Updated: Monday, August 12, 2013, 18:07

আনুষ্ঠানিক উদ্বোধন হল সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের। আজ কোচি শিপইয়ার্ডে জাহাজটিকে সবুজ পতাকা দেখিয়ে উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনির স্ত্রী এলিজাবেথ। দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী জাহাজ রয়েছে মাত্র কয়েকটি দেশের কাছে। এবার সেই তালিকায় চলে এল ভারতও।