airforce - Latest News on airforce| Breaking News in Bengali on 24ghanta.com
কোন কোন ক্ষমতা প্রণবের হাতে

কোন কোন ক্ষমতা প্রণবের হাতে

Last Updated: Wednesday, July 25, 2012, 17:37

দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসাবে সদ্য শপথ নিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। সাংবিধানিক সর্বোচ্চপদে আসীন হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনীতির আঙিনা থেকে অনেকটাই দূরে সরে গেছেন তিনি। তবে, সাংবিধানিক প্রধান হিসাবে বহু ক্ষমতার অধিকারী হলেন রাষ্ট্রপতি।