aiswarya - Latest News on aiswarya| Breaking News in Bengali on 24ghanta.com
মায়ের সঙ্গে দেখা হল অভিজ্ঞান, ঐশ্বর্যর

মায়ের সঙ্গে দেখা হল অভিজ্ঞান, ঐশ্বর্যর

Last Updated: Wednesday, April 25, 2012, 08:41

দীর্ঘ প্রায় এক বছর পরে অভিজ্ঞান ও ঐশ্বর্যকে কাছে পেলেন মা সাগরিকা ভট্টাচার্য। নরওয়ে সরকারের আইনের জট কাটিয়ে গতকাল কাকার সঙ্গে দেশে ফিরেছে অভিজ্ঞান এবং ঐশ্বর্য। কিন্তু সেইসময় কোথাও ছিলেন না মা সাগরিকা। শেষপর্যন্ত আজ কাকার বাড়িতেই সন্তানদের কাছে ফিরে পেলেন সাগরিকা।