al Nahada - Latest News on al Nahada| Breaking News in Bengali on 24ghanta.com
টিউনিশিয়ায় এগিয়ে আল নাহাদা

টিউনিশিয়ায় এগিয়ে আল নাহাদা

Last Updated: Tuesday, October 25, 2011, 22:44

প্রত্যাশা মতই টিউনিশিয়ার সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছে  আল নাহাদা। প্রবাসীদের মধ্যেও ভোট নেওয়া হয়েছে। তার অর্ধেক আসনেই জয় পেয়েছে  আল নাহাদা। বিদেশে মোট আঠেরোটি আসনের মধ্যে এপর্যন্ত তারা পেয়েছে ন`টি আসন।