Last Updated: Thursday, January 19, 2012, 17:12
ছবির সাথে ছবির ট্রেলরকেও `অ্যাডাল্ট` সার্টিফিকেট দেওয়া শুরু করেছে সেনসর বোর্ড। আলি জাফর ও অদিতি রাও অভিনীত, অনু মেননের ছবি `লন্ডন-প্যারিস- নিউইউর্ক ` মুক্তি পাবে কিছুদিন পরই। সেন্সর বোর্ডের কাছ থেকে `অ্যাডাল্ট` সার্টিফিকেট পেল সেই ছবির ট্রেলর। ভারতীয় সেনসর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ছবিতে যদি কোনও অ্যাডাল্ট দৃশ্যের ইঙ্গিত থাকে সেক্ষেত্রেও কড়া পদক্ষেপ নেবে তারা।