amal kumar mukherjee - Latest News on amal kumar mukherjee| Breaking News in Bengali on 24ghanta.com
প্রেসিডেন্সি নিয়ে সরকারি নীতির সমালোচনায় প্রাক্তনরা

প্রেসিডেন্সি নিয়ে সরকারি নীতির সমালোচনায় প্রাক্তনরা

Last Updated: Friday, January 20, 2012, 18:59

বাইরে থেকে মর্যাদা ভূষিত করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কোনও উন্নতি করা যাবে না। শুক্রবার এমনই মন্তব্য করলেন কবি শঙ্খ ঘোষ। প্রেসিডেন্সির উত্‍কর্ষতা নিয়ে শঙ্খ ঘোষের বক্তব্য, যে ভাবে সরকার প্রেসিডেন্সিকে উত্কর্ষ কেন্দ্র করছে তাতে প্রেসিডেন্সিকে বাইরে থেকে মর্যাদা দেওয়া হলেও যথাযথ মানোন্নয়ন সম্ভব নয়।