american singer - Latest News on american singer| Breaking News in Bengali on 24ghanta.com
 এলভিস প্রিসলের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকি পালিত হল মার্কিন মুলুকে

এলভিস প্রিসলের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকি পালিত হল মার্কিন মুলুকে

Last Updated: Friday, August 17, 2012, 23:25

রক অ্যান্ড রোলের জাদুকর এলভিস প্রিসলের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকিতে গ্রেসল্যান্ডের বাড়িতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন তাঁর স্ত্রী প্রিসকিলা ও কন্যা লিজা মারি প্রিসলে। এলভিস প্রিসলে এন্টারপ্রাইজের মতে পঁয়ত্রিশ বছরে এই প্রথমবার প্রকাশ্যে তারকার স্মৃতিতে প্রার্থনা করলেন তাঁর কন্যা। ফলে এলভিসকে স্মরণ করতে গ্রেসল্যান্ডে আসা কয়েক হাজার ভক্ত তাঁদের দু`জনকে একত্রে দেখে অবাকই হয়েছিলেন।