Last Updated: Thursday, January 26, 2012, 16:44
বলিউডের খানদের ছবিকে টেক্কা দিয়ে নতুন রেকর্ড করল ঋত্বিক রোশন অভিনীত ছবি 'অগ্নিপথ'। সলমনের 'বডিগার্ড'-এর রেকর্ড ছাপিয়ে গেল 'অগ্নিপথ'। ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেয়ে প্রথম দিনেই ২৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।