anamika basu - Latest News on anamika basu| Breaking News in Bengali on 24ghanta.com
নাম বদলিয়ে চুরি গবেষণা পত্র

নাম বদলিয়ে চুরি গবেষণা পত্র

Last Updated: Thursday, April 18, 2013, 12:35

বিজ্ঞানীর গবেষণা পত্র চুরির অভিযোগ উঠল। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের বিজ্ঞানী রথীন্দ্রনাথ বড়ালের নেতৃত্বে একদল গবেষক কোষের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নিয়ে গবেষণা করেন । গবেষণার ওপর পেটেন্ট নেওয়ার জন্য আবেদনও জানানো হয়েছে। ইতিমধ্যেই ওই গবেষণা প্রকাশিত হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন জার্নাল এবং বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইটেও। কিন্তু এরই মাঝে বিপত্তি । গবেষকদের ওই দলের মধ্যেই ছিলেন বোস ইনস্টিটিটিউটের বিজ্ঞানী অনামিকা বসু । দেশ-বিদেশের জার্নাল এবং ওয়েবসাইটগুলিতে অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে তাঁর নামও ছিল এই গবেষণায়। অভিযোগ, একমাস যাবত অন্তিককিরণ বসু নামে এক ব্যক্তি বিভিন্ন বিজ্ঞান বিষয়ক সাইটে পুরো গবেষণাপত্রটি নিজের বলে চালানোর চেষ্টা করছেন।