andhra pradesh HC - Latest News on andhra pradesh HC| Breaking News in Bengali on 24ghanta.com
সংখ্যালঘু সংরক্ষণ, কেন্দ্রের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

সংখ্যালঘু সংরক্ষণ, কেন্দ্রের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Last Updated: Wednesday, June 13, 2012, 13:14

সংখ্যালঘু সম্প্রদায়ের `সাব কোটা` ইস্যুতে সুপ্রিম কোর্ট ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই আর্জিকে আজ সরাসরি খারিজ করে দিয়েছে বিচারপতি কে এস রাধাকৃষ্ণণ এবং বিচারপতি জে এস খেহারকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ।

সংখ্যালঘু সংরক্ষণ, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কেন্দ্র

সংখ্যালঘু সংরক্ষণ, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কেন্দ্র

Last Updated: Monday, June 11, 2012, 17:54

অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট নাকচ করেছিল আগেই। এবার সরকারি শিক্ষাক্ষেত্র এবং চাকরিতে ২৭ শতাংশ ওবিসি সংরক্ষণের মধ্যে ৪.৫ শতাংশ সংখ্যালঘু কোটা চালু করার কেন্দ্রীয় উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টও। সংখ্যালঘু সংরক্ষণের মতো `জটিল` এবং `স্পর্শকাতর` বিষয়টি নিয়ে কেন্দ্র যেভাবে পদক্ষেপ করছে, বিচারপতি কে এস রাধাকৃষ্ণণ এবং বিচারপতি জে এস খেহারকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ এদিন সরাসরি তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।