Last Updated: Friday, October 4, 2013, 19:12
থ্রিডি হলোগ্রামের সাহায্যে ভাষণ তো ছিলই। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে নিয়ে এবার তৈরি হল মোবাইল অ্যান্ড্রয়েড গেম। ন-মো আর মোদী রান নামে দুটি খেলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গেমারদের মধ্যে। অ্যান্ড্রয়েড টু পয়েন্ট টু বা তার চেয়ে উন্নত মোবাইলে লোড করা যাবে এই খেলাগুলো।