Last Updated: Saturday, February 15, 2014, 11:49
জনলোকপাল বিল পেশ করতে না পারায়, কথা মতো দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরোওয়াল। সন্ধের বৃষ্টি ভেজা দিল্লি। আম আদমি পার্টির সদর কার্যালয়ের সামনে তখন সমর্থকদের ভিড়। বৃষ্টি উপেক্ষা করে ভিড় ছলেকে ছলেকে যাচ্ছে। কারও মাথায় আবার ছাতা। সব কিছু ছাপিয়ে গেল বিদায়ী মুখ্যমন্ত্রীর ভাষণে। রাজনীতির যাত্রাপথ কঠিন হলেও, এটা যে আম আদমির ইতি নয় তাই স্পষ্ট হল কেজরিওয়ালের বক্তব্যে।