Last Updated: Tuesday, July 17, 2012, 16:19
হাফিজ মহম্মদ সইদকে রেহাই দেওয়া হয়েছিল আগেই। এবার ২৬/১১ সন্ত্রাসের তদন্তে নিয়োজিত তদন্ত কমিশনের রিপোর্টকে `অবৈধ` বলে খারিজ করে কার্যত মুম্বই সন্ত্রাসের নেপথ্যচক্রীদের মুক্তির পথ প্রশস্ত করল রওয়ালপিণ্ডির এক নম্বর সন্ত্রাস দমন আদালত।