antony firingee - Latest News on antony firingee| Breaking News in Bengali on 24ghanta.com
বাস্তবের অ্যান্টনি কবিয়ালকে ফিরে পেতে চেয়ে

বাস্তবের অ্যান্টনি কবিয়ালকে ফিরে পেতে চেয়ে

Last Updated: Monday, August 12, 2013, 18:02

অ্যান্টনি ফিরিঙ্গি। বাংলার সংস্কৃতিতে বারবার ফিরে এসেছে এই কবিয়ালের নাম। কখনো মঞ্চে কখনও সেলুলয়েডে। কিন্তু অ্যান্টনির একমাত্র জীবনকথাটি হারিয়ে ছিল দুষ্প্রাপ্য পত্রিকার পাতায়। এবার পূর্ণচন্দ্র দে উদ্ভট সাগরের লেখা সেই বই নতুন করে প্রকাশিত হতে চলেছে।