Last Updated: Wednesday, October 26, 2011, 21:16
আকাশ প্রতিরক্ষায় পাঁচ দশকের রুশ নির্ভরতা কাটিয়ে ক্রমশ মার্কিন মুখাপেক্ষী হচ্ছে নয়াদিল্লি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারতীয় বাযুসেনার জন্য নতুন সাঁজোয়া হেলিকপ্টার সরবরাহের বরাত দেওয়া হচ্ছে আমেরিকার বিমান নির্মাতা সংস্থা বোয়িংকে।