Last Updated: Monday, June 18, 2012, 16:03
শেষ পর্যন্ত রাইসিনা হিলে পুনঃপ্রবেশের পথে পা বাড়ালেন না আবুল পকির জয়নুআবেদিন আবদুল কালাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক-প্রচারে জল ঢেলে সোমবার বিকেলে প্রেস বিবৃতি মারফত ভারতের `মিসাইলম্যান` জানিয়ে দিলেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না তিনি।