aquarium of the paci - Latest News on aquarium of the paci| Breaking News in Bengali on 24ghanta.com
ক্যালিফোর্নিয়ায় উদ্ধারকেন্দ্রে নিরাপদ আশ্রয় দলছুট পেঙ্গুইনদের

ক্যালিফোর্নিয়ায় উদ্ধারকেন্দ্রে নিরাপদ আশ্রয় দলছুট পেঙ্গুইনদের

Last Updated: Saturday, May 19, 2012, 14:19

দল বেঁধে ওরা বেরিয়েছিল খাবারের খোঁজে। সন্ধানও মিলেছিল। কিন্তু, সেই খাবারের পিছু ধাওয়া করতে করতেই হারিয়ে গিয়েছিল পথ। ঠিকানা হারিয়ে ৪টি খুদে পেঙ্গুইনের ঠাঁই হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেইরোর সৈকতে। আর সেখান থেকেই ওদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ক্যালিফোর্নিয়ায়।