archers - Latest News on archers| Breaking News in Bengali on 24ghanta.com
উদ্বোধনের আগেই লড়াইয়ে ভারতীয় তীরন্দাজরা

উদ্বোধনের আগেই লড়াইয়ে ভারতীয় তীরন্দাজরা

Last Updated: Friday, July 27, 2012, 13:05

অলিম্পিকের উদ্বোধনের আগেই লড়াইয়ে নেমে পড়ছেন ভারতীয় তীরন্দাজি দল। র‌্যাঙ্কিং রাউন্ড দিয়ে মহিলা ও পুরুষ দুই বিভাগেই লড়াইয়ে নামছেন ভারতীয় তীরন্দাজরা। তার আগে প্রস্তুতির ফাঁকে ভারতীয় মহিলা দলের দুই সদস্য চেকোরভালু সুরু ও বোম্বেলা দেবী জানান, তাঁরা প্রথম রাউন্ডে সফল হওয়ার ব্যাপারে আশাবাদী।