Last Updated: Sunday, March 16, 2014, 21:15
কৈখালি মোড় থেকে দশটি সেভেন এমএম পিস্তল সহ দুজনকে গ্রেফতার করল পুলিস। উদ্ধার হয়েছে দশটি ম্যাগাজিনও এবং কুড়ি রাউন্ড গুলিও। ধৃত দুজনই বনগাঁর বাসিন্দা। বিহারের মুঙ্গের থেকে ধৃতেরা ওই অস্ত্রশস্ত্র নিয়ে আসছিল বলে পুলিস জানিয়েছে। গোপনসূত্রে খবর পেয়ে এয়ারপোর্ট থানা এবং বিধাননগর গোয়েন্দাপুলিস যৌথভাবে ওই অভিযান চালায়। কৈখালি মোড় দিয়ে ট্যাক্সিতে যাওয়া সময় তাদের গ্রেফতার করে পুলিস।