army chief age row - Latest News on army chief age row| Breaking News in Bengali on 24ghanta.com
জন্মতারিখ বিতর্কে সেনাবাহিনীকেই দায়ী করলেন অ্যান্টনি

জন্মতারিখ বিতর্কে সেনাবাহিনীকেই দায়ী করলেন অ্যান্টনি

Last Updated: Tuesday, January 31, 2012, 15:12

সেনাপ্রধানের বয়স বিতর্কের জন্য সেনাবাহিনীকেই দুষলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি। প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, ৩০ বছরের বেশি সময় ধরে সেনাপ্রধান জেনারেল ভি কে সিংয়ের দুটো জন্মতারিখ লেখা রয়েছে সেনাবাহিনীর রেকর্ডে। তার ফলেই এখন বিতর্ক তৈরি হয়েছে।