Last Updated: Friday, October 18, 2013, 11:21
চোখের চিকিত্সায় এক অনন্য নজির গড়তে চলেছে চিন। কর্নিয়া প্রতিস্থাপনের হাসপাতালে ভিড় করেন অসংখ্য মানুষ। কিন্তু ওই জটিল অস্ত্রোপচার নির্ভর করে দাতার উপরে। কর্নিয়ার বিকল্পের খোঁজে বহু বছর ধরে গবেষণা করছিলেন চিনের ফোর্থ মিলিটারি মেডিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। তাঁরা তৈরি করেছেন কৃত্রিম কর্নিয়া।