Last Updated: Thursday, March 28, 2013, 15:55
পশ্চিম ভারতের একাধিক রাজ্যে যখন খরা পরিস্থিতি তৈরি হয়েছে, সর্বস্তরের মানুষের কাছে বারবার যখন জল নষ্ট না করার আবেদন করা হচ্ছে ঠিক সেই সময় জল অপচয়ের অনন্য নিদর্শন স্থাপন করলেন বিতর্কিত ধর্মগুরু আসারাম বাপু। হোলির দিন একটি হাইড্রলিক পাম্পের সাহায্যে কৃত্রিম বৃষ্টির তৈরি করে হাজার খানেক ভক্তদের উপর রঙিন জল ছেটালেন।