asiatic lion - Latest News on asiatic lion| Breaking News in Bengali on 24ghanta.com
গিরের সিংহ গৃহ বদলিয়ে পাড়ি দিল মধ্যপ্রদেশে

গিরের সিংহ গৃহ বদলিয়ে পাড়ি দিল মধ্যপ্রদেশে

Last Updated: Monday, April 15, 2013, 17:14

গির অরণ্যের একাধিপত্বে এবার ভাগ বসাতে চলেছে মধ্যপ্রদেশের কুনো পালপুর অভয়ারণ্য। সুপ্রিম কোর্ট আজ গিরের কিছু সিংহকে কুনো পালপুরে স্থানান্তরিত করার নির্দেশ দিল। গত কয়েক বছর ধরেই এই সিংহদের নিয়ে তীব্র আইনি লড়াই চলছিল বিজেপি শাসিত গুজরাত আর মধ্যপ্রদেশের মধ্যে। আজ শীর্ষ আদালত রায় দিয়েছে আগামী ছ`মাসের মধ্যেই সিংহদের স্থানান্তরিত করতে হবে। ফলে ফের একটি আইনি যুদ্ধে পরাজিত হলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।