Last Updated: Friday, July 13, 2012, 17:26
পাকিস্তানে ফের প্রশাসনের সঙ্গে বিচার বিভাগের সংঘাত চরমে। প্রেসিডেন্ট আসিফ আলি জর্দারির বিরুদ্ধে বন্ধ থাকা সমস্ত দুর্নীতির মামলাগুলি ফের শুরু করতে, প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে নির্দেশ দিয়েছে পাক সুপ্রিম কোর্ট।