Last Updated: Thursday, February 6, 2014, 20:02
শুধু আরএসএসের বর্তমান প্রধানই নয়। অসীমানন্দের বোমায় নাম জড়াল লোকসভা ভোটে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীরও। দ্য ক্যারাভান পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে অসীমানন্দের দাবি, দাঙ্গায় প্রভাব খাটানোর দায়ে তাঁর ওপর আডবাণী বা কেশুভাই প্যাটেল রুষ্ট হলেও সব সময়ই সাহায্যের হাত বাড়িয়েছেন মোদী।ধর্মান্তকরণ বাড়ছিল। তাই গুজরাটের ডাঙের জঙ্গলে ঘাঁটি গাড়েন স্বামী অসীমানন্দ।