assam forest departm - Latest News on assam forest departm| Breaking News in Bengali on 24ghanta.com
তিন বছরে ২৪২টি গন্ডার বেড়েছে কাজিরাঙায়

তিন বছরে ২৪২টি গন্ডার বেড়েছে কাজিরাঙায়

Last Updated: Monday, April 9, 2012, 20:20

ফি বছরের বন্যা আর চোরাশিকারিদের উপদ্রব সত্ত্বেও অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা বেড়েই চলেছে। ২০০৯ সালের সুমারিতে ব্রহ্মপুত্র নদের তীরের এই বিশ্বখ্যাত অরণ্যে ২০৪৮টি ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সন্ধান মিলেছিল। তিন বছরের মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৯০ তে।