assam riot - Latest News on assam riot| Breaking News in Bengali on 24ghanta.com
রেহমানের দাবি মেনে `তথ্যপ্রমাণ` দেবে নয়াদিল্লি

রেহমানের দাবি মেনে `তথ্যপ্রমাণ` দেবে নয়াদিল্লি

Last Updated: Monday, August 20, 2012, 12:25

অসমের গোষ্ঠীসংঘর্ষ নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পাকিস্তান থেকে মিথ্যা প্রচারের অভিযোগ নিয়ে পাক অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী রেহমান মালিকের দাবি মনে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে। অন্যদিকে অসমের গোষ্ঠীসংঘর্ষ সম্পর্কে অসত্য ও বিকৃত ছবি এবং ভিডিও প্রচারের অভিযোগে এদিন ২৫০টি ওয়েবসাইট 'ব্লক' করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।