Last Updated: Sunday, April 1, 2012, 10:03
রেঞ্জ অফিসার বদলি ইস্যুতে ফের প্রকাশ্যে এসে পড়ল ২ বনকর্তার সংঘাত। বনমন্ত্রী হিতেন বর্মনের সুপারিশে ৩ রেঞ্জারকে বদলির নির্দেশ দেন প্রধান মুখ্য বনপাল (সাধারণ) অতনু রাহা। সেই নির্দেশ পত্রপাঠ খারিজ করল প্রধান মুখ্য বনপাল এমএ সুলতান।