athens - Latest News on athens| Breaking News in Bengali on 24ghanta.com
পার্লামেন্টে পাশ ব্যয়সংকোচ বিল, উত্তপ্ত গ্রিস

পার্লামেন্টে পাশ ব্যয়সংকোচ বিল, উত্তপ্ত গ্রিস

Last Updated: Monday, February 13, 2012, 13:44

বহু বিতর্কিত ব্যয়সংকোচ বিল পাশ হয়ে গেল গ্রিস পার্লামেন্টে। এই বিল পার্লামেন্টে পেশ করাকে ঘিরে সোমবার গ্রিস পার্লামেন্ট চত্ত্বরে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে থাকে জনতা। বিল পাশ হওয়ার পর জনতা-পুলিস সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী অ্যাথেন্স।