australianopen - Latest News on australianopen| Breaking News in Bengali on 24ghanta.com
ছিটকে গেলেন চিনের লি না

ছিটকে গেলেন চিনের লি না

Last Updated: Sunday, January 22, 2012, 21:46

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন গতবারের ফাইনালিস্ট চিনের লি না। ৪ টে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে চিনের লি না-কে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন গতবারের চ্যাম্পিয়ন কিম ক্লিস্টার্স। পুরুষ বিভাগে শেষ ৮-এ পৌঁছেছেন রাফা নাদাল। স্বদেশীয় ফেলিসিয়ানো লোপেজকে স্ট্রেট সেটে হারান বিশ্বের ২ নম্বর টেনিস তারকা।