Last Updated: Wednesday, January 22, 2014, 22:46
অটোর দৌরাত্ম্যে লাগাম পরাতে একের পর এক কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। অথচ ঠান্ডা ঘরেই পড়ে থেকেছে সেই সব কমিটির রিপোর্ট। আর বারবারই সামনে এসেছে বেপরোয়া অটো-চালকদের হাতে একের পর এক যাত্রী নিগ্রহের ঘটনা। কখনও ছোট্ট স্কুলছাত্রীকে প্রায় চাকায় পিষে চলে যাওয়া, কখনওবা খুচরো নিয়ে বচসায় মহিলা যাত্রীর নাকে ঘুষি। কখনও বেকবাগানে মহিলার মাথায় রডের আঘাত। আর এবার বেপরোয়া অটোয় ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু। একের পর এক ঘটনায় শিউরে উঠেছে গোটা শহর।