aver Scheme - Latest News on aver Scheme| Breaking News in Bengali on 24ghanta.com
কর ছাড়ের প্রস্তাবেও সাড়া নেই পুরবাসীর, আতান্তরে পুরসভা

কর ছাড়ের প্রস্তাবেও সাড়া নেই পুরবাসীর, আতান্তরে পুরসভা

Last Updated: Tuesday, March 20, 2012, 20:55

সম্পত্তি কর আদায়ে পুরসভার তরফে চালু করা হয়েছে ওয়েভার স্কিম। ওয়েভার স্কিমে সম্পত্তির মালিকদের ক্ষেত্রে বড় অংশের কর ছাড়ের কথা ঘোষণা করেছে পুরসভা। ৩০ এপ্রিলের মধ্যে কর দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে।