away match - Latest News on away match| Breaking News in Bengali on 24ghanta.com
ডার্বি নয় করিমের ভাবনায় এখন শুধুই তিনটে অ্যাওয়ে ম্যাচ

ডার্বি নয় করিমের ভাবনায় এখন শুধুই তিনটে অ্যাওয়ে ম্যাচ

Last Updated: Thursday, November 22, 2012, 20:45

মাঝে বাকি এখনও দু`সপ্তাহেরও বেশি সময়। তারপর মরসুমের প্রথম ডার্বি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সমর্থকদের মধ্যে ইতিমধ্যে বড় ম্যাচ নিয়ে আলোচনা তুঙ্গে হলেও,মোহনবাগান শিবিরে এখনও আঁচ পড়েনি। বরং মাঝে তিনটি অ্যাওয়ে ম্যাচ নিয়েই বেশি চিন্তায় সবুজ-মেরুন থিঙ্ক ট্যাঙ্ক।