Last Updated: Tuesday, February 26, 2013, 16:46
বড় লজ্জা থেকে বাঁচল ভারতীয় হকি। বিমান ভাড়া জোগাড় করতে না পারায় হকির এক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা বাতিল হয়ে যেতে বলেছিল ভারতের জাতীয় দলের। সরকার শেষমেশ অবশ্য ড্যামেজকন্ট্রোলে নেমে কোনওরকমে লজ্জা মেটালো।