Last Updated: Friday, November 23, 2012, 09:15
ফের সরকারের সঙ্গে সংঘর্ষে অরবিন্দ কেজরিওয়াল। এবারে তাঁর হাতিয়ার মুম্বই হানায় জীবন বাজি রেখে লড়াই করা ছাব্বিশ এগারোর সৈনিক প্রাক্তন এক এনসজি
কম্যান্ডো। আজমল কসাভের ফাঁসির খবর যখন সারাদেশের সংবাদ শিরোনামে, তখনই ২৬/১১-র ইস্যুতে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন ইন্ডিয়া এগেইন্সট
করাপশনের নেতা। অভিযোগ করলেন, ছাব্বিশ এগারোর সেনানী এনএসজি কম্যান্ডোদের হকের প্রাপ্য টুকুও দেয়নি সরকার। সাংবাদিক সম্মলনে কেজওয়ালের পাশে বসে
প্রাক্তন এনসজি কম্যান্ডো সুরিন্দর সিং নিজে মুখেই তুললেন সেই অভিযোগ। যদিও কেজরিওয়ালদের তোলা ওই অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার।