Last Updated: Monday, July 7, 2014, 20:18
বামনগাছিতে প্রতিবাদী কলেজছাত্রের নৃশংস মৃত্যু। খাস কলকাতার বুকে বেলেঘাটায় বোমাবাজি। মূল অভিযুক্ত হয়েও চার্জশিট থেকে বাদ যাচ্ছে অনুব্রত মণ্ডল, মনিরুল ইসলাম, ঊষারানি মণ্ডলের মতো শাসকদলের দাপুটে নেতানেত্রীর নাম। আইন-শৃঙ্খলা সমস্যায় রাজ্য যখন জেরবার, তখন আশ্চর্যজনক ভাবে নীরব রাজ্য প্রশাসন। কঠিন সময়েও সরকার ব্যস্ত উত্সব আর অনুষ্ঠান নিয়ে।