Last Updated: Monday, March 24, 2014, 23:21
চা বাগান বন্ধ গত ১০ মাস। বন্ধ রেশন, পানীয় জল। কাজ নেই, তাই আয় নেই। চরম দুর্ভোগে আলিপুরদুয়ারের বান্দাপানি চা বাগানের শ্রমিকেরা। লাভ হয়নি সরকারি কর্তৃপক্ষ, এমনকি মন্ত্রীকে জানিয়েও। অভিযোগ শ্রমিকদের। বাগান না খোলার প্রতিবাদে ভোট বয়কটের পথে শ্রমিকেরা।