bank draft - Latest News on bank draft| Breaking News in Bengali on 24ghanta.com
চেক, ড্রাফ্‌ট-এর সময়সীমা কমালো রিজার্ভ ব্যাঙ্ক

চেক, ড্রাফ্‌ট-এর সময়সীমা কমালো রিজার্ভ ব্যাঙ্ক

Last Updated: Saturday, March 24, 2012, 15:23

আর ৬ মাসের সময়সীমা নয়, আগামী ১ এপ্রিল থেকে যে কোনও চেক, ব্যাঙ্ক ড্রাফ্‌ট এবং পে অর্ডার-এর বৈধতা থাকবে মাত্র ৩ মাস। শনিবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।