Last Updated: Thursday, December 20, 2012, 12:23
সংসদে পাস হওয়া নয়া ব্যাঙ্কিং বিলের বিরোধিতায় বৃহস্পতিবার ব্যাঙ্ক-কর্মী এবং অফিসারদের ডাকা ধর্মঘটে স্তব্ধ দেশের ব্যাঙ্কিং পরিষেবা। ধর্মঘটের জেরে বন্ধ রয়েছে এটিএমগুলিও। তিনটি সংগঠন বিইএফআই, এআইবিইএ এবং এআইবিওএ-র ডাকা এই ধর্মঘটকে সমর্থন করেছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন।